বাজারে সব ধরনের সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কিছুটা কমেছে। প্রতিটি সবজির দাম কেজি প্রতি ১০-১৫ টাকা কমেছে। তবে মাছের দাম এখনো বাড়তিই আছে। রোববার (১৪ সেপ্টেম্বর) খুলনার নিউ মার্কেট কাঁচাবাজার, নতুন বাজার, গল্লামারি ও খালিশপুর বাজারে এমন চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায়, ঝিঙে ৫০ টাকা, পটোল ৫০ টাকা, করলা ৭০ টাকা, বরবটি ৬০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, ধুন্দল ৩০-৩৫ টাকা, বেগুন ১০০-১২০ টাকা ও কাঁচামরিচ ১৬০-২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। মাছের বাজারে রুই মাছ ৩০০-৩৫০, টেংরা ৫০০-৬০০, পাবদা ৪০০-৫০০, চিংড়ি ৫০০-৬০০, ছোট মাছ ৩০০-৪০০, তেলাপিয়া ১৬০-১৮০ টাকা, ভেটকি মাছ ৪০০-৫০০, পাঙাস মাছ ১৩০-১৬০, লইট্যা মাছ ১২০-১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে জাটকা ৮০০-১০০০ টাকা কেজি দরে এবং এক কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে...