ইসরাইলি অবরোধ ভাঙতে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে গ্লোবাল সমুদ ফ্লোটিলা। শনিবার (১৩ সেপ্টেম্বর) তিউনিশিয়ার বিজের্ত বন্দর এবং ইতালির সিসিলি দ্বীপের অগাস্টা বন্দর থেকে এ বহরের জাহাজগুলো যাত্রা করে। আয়োজকদের শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, প্রথম সহায়তা জাহাজটি টিউনিসিয়া থেকে গাজার উদ্দেশে যাত্রা করে। এ সময় কর্মী ও সাংবাদিকরা, যার মধ্যে আনাদোলুর একজন সংবাদদাতাও ছিলেন, যাত্রার মুহূর্তটি ধারণ করেন। ইতালির বহরের ১৮টি নৌযান সপ্তাহব্যাপী প্রস্তুতি শেষে শনিবার অগাস্টা বন্দর থেকে রওনা হয়। আয়োজকদের বরাতে বলা হয়, এগুলো তিউনিসশিয়া থেকে ছাড়তে যাওয়া অন্য জাহাজগুলোর সঙ্গে আগামী সপ্তাহে সমুদ্রে মিলিত হবে। এর মধ্যে বার্সেলোনা থেকে ছাড়ার পরবর্তী বহরও থাকবে। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির (পিডি) এমপি আরতুরো স্কোত্তো ও ইউরোপীয় সংসদ সদস্য আনালিসা কোরাডোসহ বেশ কয়েকজন...