দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আবারও সাক্ষী হতে চলেছে ভারত-পাকিস্তান মহারণের। তবে এবারের লড়াই অনেকটাই ভিন্ন প্রেক্ষাপটে। কারণ দুই দলেরই পূর্ববর্তী প্রজন্মের তারকাদের অনেকেই এবারের লড়াইয়ে। বিরাট কোহলি, রোহিত শর্মা কিংবা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান- এরা সবাই এখন কেবলই দর্শক। নতুন প্রজন্মের ক্রিকেটাররাই এবার আলো ছড়াতে প্রস্তুত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গত এপ্রিলের শেষ দিকে কাশ্মীরের পেহেলেগামে পর্যটক হত্যাকাণ্ডের পর মে’র ৭ থেকে ১০ তারিখ পর্যন্ত ভারত এবং পাকিস্তানের মধ্যে ৪ দিনের ভয়াবহ যুদ্ধ অনুষ্ঠিত হয়। ওই ঘটনার সময় থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্মকর্তারা প্রকাশ্যে বলতে থাকেন, পাকিস্তানের বিপক্ষে আর কোনো ক্রিকেট নয়। এমনকি আইসিসি ও এসিসির কোনো টুর্নামেন্টেও যেন ভারতকে পাকিস্তানের মুখোমুখি হতে না হয়, সে দাবিও ওঠে। এ নিয়ে আইসিসি ও এসিসিতে চিঠি চালাচালি পর্যন্ত হয়েছিল ভারতের...