টি-টোয়েন্টি ব্লাস্টের ইতিহাসে ফাইনালস ডেতে প্রথম সেঞ্চুরি! দারুণ অর্জনের কথা জেনে ক্রিস লিন বললেন, ‘নাট ব্যাড…।’ তার প্রতিক্রিয়ায় মজার রেশ যেমন থাকল, তেমন মিশে থাকল একটু আক্ষেপও। সেঞ্চুরির চেয়েও বেশি করে তিনি যে চাইছিলেন ওভারে ছয় ছক্কা! ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালস ডেতে শনিবার হ্যাম্পশায়ারের হয়ে সেঞ্চুরি উপহার দেন লিন। দ্বিতীয় সেমি-ফাইনালে নর্থ্যাম্পটনশায়ারের বিপক্ষে অপরাজিত থাকেন ৫১ বলে ১০৮ রান করে। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের ইনিংসে চার ছিল ৫টি, ছক্কা ১১টি। এই টুর্নামেন্টের দুটি সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচ হয়ে থাকে একই দিনে একই মাঠে, যেটিকে বলা হয় ফাইনালস ডে। দ্বিতীয় সেমি-ফাইনালে লিনের ওই সেঞ্চুরিতে ৬ উইকেটের জয় পায় হ্যাম্পশায়ার। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে হ্যাম্পশায়ারের লক্ষ্য ছিল ১৮ ওভারে ১৫৫। লিন ছাড়া আর কোনো ব্যাটসম্যান ভালো করতে পারেননি। ক্রিজে যাওয়া অন্য পাঁচ ব্যাটসম্যানের মধ্যে...