শিক্ষার্থীরা ভাবেন, মেডিকেলের ভর্তি পরীক্ষা এক মহাযুদ্ধ; কিন্তু অনেকেই জানেন না, আসল যুদ্ধ শুরু হয় এই ‘মহাযুদ্ধের’ পর। চিকিৎসক হয়ে উঠতে চারটি পেশাগত পরীক্ষায় (প্রফ) উত্তীর্ণ হতে হয়। একেকটি পরীক্ষা পার হয়ে আসাই বড় চ্যালেঞ্জ। এমন চারটি পরীক্ষার প্রতিটিতেই প্রথম হওয়া কি চাট্টিখানি কথা! এই অসামান্য কীর্তিই গড়েছেন উমাইর আফিফ। কেমন ছিল তাঁর এই যাত্রা? চট্টগ্রামের ছেলে আফিফ, তিন ভাই–বোনের মধ্যে দ্বিতীয়। ফৌজদারহাট ক্যাডেট কলেজে পড়ার সময় প্রকৌশলী হওয়ার ইচ্ছা থাকলেও মায়ের স্বপ্ন পূরণ করতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন। জাতীয় মেধাতালিকায় ৫২তম হয়ে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে। ব্যাচ কে-৭৭। তাঁর বড় বোন মারজান জামিলা তখন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী। নিজের শিক্ষকদের পাশাপাশি বড় বোনের সহযোগিতায় মেডিকেল কলেজের পড়ালেখা অনেকটাই সহজ হয়ে ওঠে। তবে ক্লাস আর পরীক্ষার চাপের...