নিজস্ব প্রতিবেদক: বাংলা চলচ্চিত্রের প্লেব্যাক কিং এন্ড্রু কিশোরের মৃত্যু হয়েছে পাঁচ বছর হলেও তাকে কর পরিশোধের চিঠি পাঠানো হয়েছে। কর অঞ্চল-১২ এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, এন্ড্রু কিশোরের ৭২,৮০৩ টাকা কর বকেয়া রয়েছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ২০০৫-০৬ অর্থবছরে ২২,৪২৩ টাকা এবং ২০১২-১৩ অর্থবছরে ৫০,৩৮০ টাকা কর বকেয়া রয়েছে। কাজী রেহমান সাজিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটি আমাদের নিয়মিত কাজের অংশ। মৃত করদাতার কর বকেয়া থাকলে তা তার পরিবারের ওপর বর্তায়। তাই এন্ড্রু কিশোরের বকেয়া কর থাকায় পরিবারের পক্ষ থেকে পরিশোধের জন্য চিঠি পাঠানো হয়েছে।” বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনুসারে, মৃত করদাতার সম্পদ থেকে আয় থাকলে কর আদায় করা হয়। প্রথমে একজন উত্তরাধিকারীকে কর কর্মকর্তারা প্রতিনিধি হিসেবে মনোনীত করেন। এরপর ওই...