এশিয়া কাপের শুরুটা হংকংকে হারিয়ে ভালোভাবে করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ। আর এতেই টুর্নামেন্টের সুপার ফোরে ওঠার আশা বেশ অনেকটাই কঠিন হয়ে পড়েছে টাইগারদের জন্য। তবে এখনো টিকে রয়েছে লিটনদের পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ। এবারের এশিয়া কাপে বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। এই চার দলের মধ্যে শীর্ষে থাকা দুটি দল সুযোগ পাবে পরবর্তী রাউন্ডে ওঠার। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে নিজেদের মধ্যে তিনটি ম্যাচ। যেখানে ইতোমধ্যে নিজেদের দুটি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। নিজেদের খেলা দুই ম্যাচের একটিতে জয় এবং একটিতে পরাজয়ের কারণে টাইগারদের বর্তমান পয়েন্ট ২। অপরদিকে একটি করে ম্যাচ খেলে জয়ের দেখা পেয়ে সমান ২ পয়েন্ট করে রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের। এই দুই দলের সামনেই খেলা...