নেপালের বিলুপ্ত পার্লামেন্ট পুনর্বহালের জন্য প্রেসিডেন্টের কাছে দাবি জানিয়েছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো। দুর্নীতিবিরোধী প্রাণঘাতী প্রতিবাদের পর পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। বিবিসি জানিয়েছে, নেপালি কংগ্রেস, সিপিএম-ইউএমএল এবং মাওইস্ট সেন্টারসহ আটটি রাজনৈতিক দল এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল অসাংবিধানিক কাজ করেছেন। নতুন অন্তর্বর্তী সরকারপ্রধান সুশীলা কার্কির সুপারিশের ভিত্তিতে শুক্রবার প্রেসিডেন্ট পৌডেল পার্লামেন্ট ভেঙে দেন। এটি নেপালের তরুণ আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি ছিল। পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়ে দেওয়া বিবৃতিতে প্রধান আট দলের চিফ হুইপরা স্বাক্ষর করেছেন। তারা বলেছেন, প্রেসিডেন্ট যে পদক্ষেপ নিয়েছেন তা অসাংবিধানিক এবং নেপালের বিচার বিভাগের স্থাপিত নজির লংঘন করেছে। তারা আরও বলেছে, আগামী বছরের ৫ মার্চের ঘোষিত নতুন নির্বাচনসহ আন্দোলনকারীদের দাবিগুলো জনগণের ভোটে নির্বাচিত প্রতিষ্ঠানের মাধ্যমে সমাধান করা উচিত। শনিবার পরবর্তী সময়ে প্রেসিডেন্ট পৌডেল সব পক্ষকে...