১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ পিএম কক্সবাজারের টেকনাফ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) মেরিন ড্রাইভ সংলগ্ন শিশুপার্ক এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান। আটককৃত আসামি- কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকার সুলতান আহমদ এর পুত্র মোস্তাক আহমেদ (৩৯)। এসময় তার কাছে থেকে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়। এ বিষয়ে অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি'র বেশ কয়েকটি টহল দল খুরেরমুখ চেকপোস্ট থেকে আনুমানিক দেড় কিলোমিটার উত্তর দিকে শিশুপার্ক এলাকায় অভিযান পরিচালনা করে। গোয়েন্দা সূত্রে জানা যায়–...