মাদারীপুরে নির্মাণাধীন ভবনে ঢুকে এক ইতালী প্রবাসীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বাধা দেয়ায় ইতালী প্রবাসীসহ ৪ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের বাগেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নের পুরাণ রাজার এলাকার জাহাঙ্গীর হাওলাদার ছেলে ইতালী প্রবাসী জুয়েল হাওলাদার, ঘটকচর এলাকার ইসকেনদার হাওলাদারের ছেলে সাহাবুদ্দিন হাওলাদার, সাহাবুদ্দিন হাওলাদারের স্ত্রী রুমা বেগম, নতুন শহর মাদারীপুর এলাকার ফেরদাউস লস্করের স্ত্রী রহিমা বেগম।আরও পড়ুনআরও পড়ুনগভীর রাতে ডিবির হাতে আটক ভাঙ্গায় অবরোধের প্রধান সমন্বয়ক পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইতালী প্রবাসী জুয়েল হাওলাদার মাদারীপুর শহরের বাগেরপাড় এলাকায় জমি কিনে সম্প্রতি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। সেই নির্মাণাধীন বাড়ির ভেতরে রাজমিস্ত্রীদের সাথে কথা বলছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে জুয়েলের ওপর হামলা চালায়। এসময়...