লন্ডনে ডানপন্থীদের অন্যতম বড় সমাবেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) লন্ডনে টমি রবিনসনের নেতৃত্বে আয়োজিত “ইউনাইট দ্য কিংডম” নামে এক বিশাল সমাবেশে সংঘর্ষের ঘটনায় পুলিশ অন্তত ২৫ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় ২৬ জন পুলিশ সদস্য আহত হন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বিশ্বজুড়ে ডানপন্থী নেতাদের অংশগ্রহণে আয়োজিত এই সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখেন টেসলা ও এক্স-এর মালিক ধনকুবের ইলন মাস্ক। তিনি বলেন, তোমরা একটি মৌলিক সংকটের মুখে দাঁড়িয়ে আছো, চাইলেও না চাইলেও সহিংসতা আসছে। তুমি হয় লড়াই করো, না হয় মরো। ইলন মাস্ক তার বক্তব্যে দাবি করেন, বামপন্থীরা হত্যা ও হত্যাকে উদযাপন করে। তার এই মন্তব্যকে অনেকেই উসকানিমূলক বলে সমালোচনা করেছেন। যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্র্যাট নেতা এড ডেভি সামাজিক মাধ্যমে বলেন, এই ডানপন্থী...