এশিয়া কাপ এলেই যেন বদলে যায় শ্রীলঙ্কা দল। মহাদেশীয় আসরের এই মঞ্চে লঙ্কানরা হয়ে ওঠে ভীষণ শক্তিশালী। গতকাল বাংলাদেশকে ৬ উইকেটে গুঁড়িয়ে দিয়ে তারা যেন আবারও সেটা প্রমাণ করল। আগে ব্যাটিংয়ে নেমে বাজে ব্যাটিংয়ে মাত্র ১৪০ রান তুলতে পারে বাংলাদেশ। লঙ্কানরা সেই রান পেরিয়ে যায় ৩২ বল হাতে রেখে। দেশ ও বিদেশের ক্রিকেটাঙ্গনে টাইগারদের এমন ব্যাটিংয়ের সমালোচনা হচ্ছে বিস্তর। সাবেক পাকিস্তানি তারকা মিসবাহ উল হক বলেছেন, ‘এখানে (আবুধাবি) প্রথম ইনিংসের গড় রান ১৭৪। আপনি যখন ১৭০ এর বেশি রান করবেন তখন আপনার একটা সম্ভাবনা থাকবে। দুই উইকেট পড়ে গেছে মানে এই না যে আপনাকে রক্ষণাত্মক খেলতে হবে এবং ১৪০ রান করতে হবে। এই উইকেটে ওই রান কিছুই না। সবমিলিয়ে শ্রীলঙ্কা অসাধারণ বোলিং করেছে। ভালোভাবে রান তাড়া করে ম্যাচ জিতেছে।’ গতকাল...