১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম ফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষণার পর প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিঞাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত ও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকার শনিবার রাত থেকেই মহাসড়কে পুলিশ, র্যাব ও সেনা সদস্যদের টহল জোরদার রয়েছে। পাশাপাশি মহাসড়কে তিনটি এবিসি কামান ও একটি জল কামান মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাস করে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েকদিন ধরে এলাকাবাসী অবরোধ কর্মসূচি পালন করছেন। এর মধ্যে গতকাল...