পরে পুলিশ জেরিনকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, পরিবারের সবাই ঘুমিয়ে গেলে ২১ আগস্ট সকাল ১০টার দিকে সে আসামি সোহাগ আলীর পরামর্শে স্বর্ণ ও রূপার অলংকার চুরি করে পবা থানার নওহাটায় সোহাগের কাছে পৌঁছে দেয়।জেরিনের দেয়া তথ্যের ভিত্তিতে শাহমখদুম থানা পুলিশ মোহনপুর থানা পুলিশের সহযোগিতায় হরিরামপুর চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে সোহাগ আলীকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ১৪ ভরি ১ আনা ৪ রতি স্বর্ণের অলংকার (আনুমানিক মূল্য ২৩,৫৫,১৮৪ টাকা) এবং ২১ ভরি ৭ আনা রূপা (আনুমানিক মূল্য ৪৭,১৬২ টাকা) উদ্ধার করা হয়।এ ঘটনায় শাহমখদুম থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।নিউজজি/এসএম জেরিনের দেয়া তথ্যের ভিত্তিতে শাহমখদুম থানা পুলিশ মোহনপুর থানা পুলিশের সহযোগিতায় হরিরামপুর চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে সোহাগ আলীকে গ্রেপ্তার করে। এ সময়...