১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম ইরানের সাবেক আইআরজিসি প্রধান মোহসেন রেজাই সম্প্রতি সতর্ক করেছেন যে সউদী আরব, তুরস্ক এবং ইরাক ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের মুখে পড়তে পারে। তিনি মনে করছেন, যদি এই অঞ্চলের দেশগুলো ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এক জোটে না দাঁড়ায়, তবে তারা সরাসরি হামলার ঝুঁকিতে থাকবে। শনিবার রেজাই এক্স-এ (টুইটারে) এই মন্তব্য করেছেন। তার বক্তব্যের মূল উদ্দেশ্য হলো কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া একটি ইসলামিক-আরব শীর্ষ সম্মেলনের সময় এই ধরনের সম্ভাব্য আগ্রাসন গুরুত্ব সহকারে বিবেচনা করা। তিনি পরামর্শ দিয়েছেন, মুসলিম দেশগুলো যদি ইসরায়েলের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ না নেয়, তাহলে সউদী আরব, তুরস্ক ও ইরাকও ইসরায়েলি হামলার শিকার হতে পারে। রেজাই আরও বলেন, “এই অঞ্চলের প্রতিটি দেশের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নেওয়ার আগে একটি...