মেজর লিগ সকারের (এমএলএস) ২৮তম রাউন্ডে শার্লট এফসির বিপক্ষে ভরাডুবি হয়েছে ইন্টার মায়ামির। আজ দুঃস্বপ্নের ম্যাচে ৩-০ গোলে হেরে যায় হাভিয়ের মাচেরানোর শিষ্যরা।হ্যাটট্রিক করেছেন শার্লটের ইসরায়েলি ফরোয়ার্ড ইদান টোক্লোমাতি। মায়ামির দুঃস্বপ্ন আরও বাড়িয়েছে লিওনেল মেসির পেনাল্টি মিস ও আর্জেন্টাইন ডিফেন্ডার তোমাস আভিলেসের লাল কার্ড। প্রথমার্ধের ৩০ মিনিটে ভিএআর পর্যালোচনায় মেসি নিজেই আদায় করে নেন পেনাল্টি। তবে তিনি চিপ করে গোল করতে চাইলেও শার্লট গোলকিপার ক্রোয়েশিয়ার ক্রিস্টিজান কাহলিনা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন। মেসির গোলের আশা ভেস্তে যাওয়ার কয়েক সেকেন্ড পরেই পাল্টা আক্রমণে গোল করে এগিয়ে যায় শার্লট। কলম্বিয়ান কেরউইন ভার্গাসের পাস থেকে সহজেই গোল করেন টোক্লোমাতি। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন এই ফরোয়ার্ড। একাই ইন্টার মায়ামির রক্ষণভাগকে ভেঙে দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ১০ জনের দলে পরিণত...