১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ পিএম নেপালে সাম্প্রতিক দুই দিনের বিক্ষোভে দেশের পর্যটন খাত মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। ৮ ও ৯ সেপ্টেম্বর চলা আন্দোলনের কারণে হোটেল ভাঙচুর, যাতায়াত ব্যাহত হওয়া এবং বুকিং বাতিলের ফলে আনুমানিক ২৫০০ কোটি রুপি ক্ষতি হয়েছে। এই পরিস্থিতি বিশেষ করে শীর্ষ পর্যটন মৌসুম শুরুর ঠিক আগে নেপালের উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের উদ্বিগ্ন করেছে। দ্য হিমালয়ান টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হোটেল অ্যাসোসিয়েশন নেপালের প্রাথমিক প্রতিবেদনে অন্তত দুই ডজনের বেশি হোটেল ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে। কাঠমান্ডুর হিলটন হোটেল এককভাবে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে, যেখানে ক্ষতির পরিমাণ ৮ বিলিয়ন রুপির বেশি। এছাড়া পোখারা, ভৈরহাওয়া, বিরাটনগর ও ধানগঢীসহ অন্যান্য পর্যটনকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটন খাতের নীতিনির্ধারকরা তবুও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। নেপাল ট্যুরিজম বোর্ডের...