ইংলিশ তারকা হ্যারি কেইন যেন গোল মেশিন। একের পর এক গোল করেই যাচ্ছেন প্রতিটি ম্যাচে। এবার তার জোড়া গোলে ভর করে বুন্দেসলিগায় হামবুর্গ এসভিকে ৫-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। শনিবার রাতে এ জয়ে চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে ম্যাচের আগে দুর্দান্ত প্রস্তুতি সারল ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই প্রাধান্য দেখায় বায়ার্ন। মাত্র তিন মিনিটে সার্জ জিনাব্রির দারুণ এক শটে জালের দেখা পায় বায়ার্ন। ছয় মিনিট পরেই আলেকজান্ডার পাভলোভিচ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ২৬ মিনিটে হাতে বল লাগার কারণে পাওয়া পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে আরও এগিয়ে নেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। এটি ছিল তার মৌসুমের পঞ্চম গোল, যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ। ৩০ মিনিটে লুইস দিয়াজের শটে ৪-০ ব্যবধান তৈরি করে বায়ার্ন। জার্মান তারকা...