অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার সিএমএম আদালতে এ তথ্য জানা গেছে। আসামি এনায়েতের বিরুদ্ধে এখনও মামলা হয়নি। তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় তার কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন রমনা থানার উপপরিদর্শক আজিজুল হাকিম। আদালত রিমান্ড শুনানির জন্য সোমবার (১৫ সেপ্টেম্বর) দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা গেছে, শনিবার সকালে এনায়েত করিম একটি প্রাডো গাড়িতে করে সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। পুলিশ গাড়িটি থামিয়ে ঘোরাঘুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি সদুত্তর দিতে পারেননি। পরে তাকে...