ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে মহাসড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করে অবস্থান নিয়েছে অবরোধকারীরা। এতে ঢাকার সাথে এ অঞ্চলের ট্রেন যোগাযোগ একদম বন্ধ রয়েছে। ঢাকা-রাজবাড়ী রেল লাইনের ভাঙ্গা উপজেলার পুকুড়িয়া রেলগেটে গাছের গুঁড়ি ফেলে নকশিকাঁথা ট্রেনটি আটকে রেখেছে বিক্ষুব্ধ জনগণ। সকালে সেখানে ঢাকাগামী নকশীকাঁথা ট্রেনটি এলে ট্রেনটি আটকে বিক্ষোভ করতে থাকে অবরোধকারীরা। এছাড়া খুলনাগামী ঢাকা থেকে আসা ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গা রেলওয়ে জংশন স্টেশন আটকা পড়ে আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন দুটি সেখানেই আটকা পড়েছিল। ভাঙ্গা রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সুমন বাড়ৈ জানান, ঢাকাগামী নকশীকাঁথা ট্রেনটি ভাঙ্গার পুকুড়িয়া ষ্টেশনের কাছে আটকা পড়েছে। এছাড়া রাজবাড়ী হয়ে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গা রেলওয়ে জংশন আটকা পড়ে আছে। অপরদিকে এই মুহূর্তে আরেকটি ট্রেন বেনাপোলগামী...