কাতারের দোহায় গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে চালানো হামলা নিয়ে শুরু হতে যাচ্ছে আলোচনা। ওই আলোচনায় অংশ নিতে এরই মধ্যে দোহায় পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। সৌদি প্রেস এজেন্সি এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, জরুরি যৌথ আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক বৈঠকে যোগ দিতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী দোহায় পৌঁছেছেন। ওই শীর্ষ সম্মেলনে কাতারের রাজধানীতে হামাসের কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার ওপর আলোকপাত করা হবে। গত ৯ সেপ্টেম্বর ইসরায়েলের এই হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। কাতারের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ঘোষণা করে আরব...