স্বতন্ত্র প্রার্থী হয়েও বিভিন্ন ঘাত-প্রতিঘাত সহ্য ও আত্মবিশ্বাসকে পুঁজি করে শেষ পর্যন্ত ডাকসু নির্বাচনে শামসুন নাহার হলের ভিপি (সহ-সভাপতি) নির্বাচিত হয়েছেন প্রত্যন্ত গ্রামের কুররাতুল আইন কানিজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী কানিজ ছোটবেলা থেকেই নেতৃত্ব জ্ঞানসম্পন্ন ও মেধার অধিকারী ছিলেন। মেয়েদের অধিকার ও পরিবেশ নিয়ে দেশ-জাতির স্বার্থে নিজেকে সংযুক্ত করেছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকেই। স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন ও নেটওয়ার্কের সঙ্গে তিনি কাজ করছেন দীর্ঘদিন। যা বাংলাদেশের কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, জীবনমান উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে কাজ করে। পরিবেশ রক্ষায় কাজ করেছেন গ্রীন ভয়েস এর সঙ্গে চার বছর। এ ছাড়াও গার্লস গাইডেও কাজ করেছেন কানিজ। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ধরমপুর গ্রামে কুররাতুল আইন কানিজ ২০০২ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা মো. কুরবান আলী ভোলাহাট রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক ও...