১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ এএম পানির নিচে দীর্ঘ সময় ধরে শ্বাস বন্ধ রাখার কৌশলে বিশ্বরেকর্ড গড়েছেন ক্রোয়েশিয়ার ফ্রিডাইভার ভিতোমির মারিচিচ। তার এই অসাধারণ কৃতিত্ব আন্তর্জাতিক ফ্রিডাইভিং ও অ্যাথলেটিক জগতে আলোড়ন সৃষ্টি করেছে। মারিচিচ ৩ মিটার গভীর একটি সুইমিং পুলের তলদেশে টানা ২৯ মিনিট ৩ সেকেন্ড শ্বাস বন্ধ রেখে নতুন বিশ্বরেকর্ড স্থাপন করেছেন। এই রেকর্ডের মাধ্যমে তিনি আগের রেকর্ডকে প্রায় পাঁচ মিনিটে ছাড়িয়ে গেছেন। দীর্ঘ প্রশিক্ষণ, শারীরিক ও মানসিক প্রস্তুতির মাধ্যমে তিনি এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। সাধারণ মানুষ মাত্র কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত শ্বাস বন্ধ রাখতে পারে, তবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ফ্রিডাইভাররা প্রায় অর্ধঘণ্টা পর্যন্ত পানির নিচে থাকতে সক্ষম হন। মারিচিচের সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সময়ের ডায়াফ্র্যাগম্যাটিক ব্রিদিং অনুশীলন, হৃদ্যন্ত্রের সক্ষমতা বৃদ্ধির...