শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশ চলে গেছে খাদের কিনারে। সুপার ফোরে যেতে হলে মেলাতে হবে কঠিন এক সমীকরণ। তবে ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে অবশ্য এখনই বাংলাদেশকে এখনই হিসেবের বাইরে ফেলে দিচ্ছেন না। সুপার ফোরে যেতে হলে এখন লিটন দাসদের কী করা উচিত, তিনি জানিয়েছেন সেটাও। তবে তার আগে শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে বাংলাদেশের সমালোচনা করতেও ভোলেননি তিনি। ‘বাংলাদেশ আগেও শ্রীলঙ্কাকে হারিয়েছে, কিন্তু সেই দলটার কাছেই এবার হারল। এবার তো মনে হয়েছে ওরা লড়াইয়েই নেই একেবারে। এখন আফগানিস্তানের বিপক্ষে তাদের বড় এক ম্যাচ, সেখানে ওদের একেবারে ঘুরে দাঁড়াতেই হবে।’ সেই ঘুরে দাঁড়ানোর জন্য কী করতে হবে বাংলাদেশকে? সে প্রশ্নের জবাবও দিয়েছেন হার্শা। তিনি জানিয়েছেন, বাংলাদেশ যেন এই হারের গ্লানি ভুলে সামনের দিকে তাকায়। শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের হারের ফলে সুপার ফোরে লঙ্কানদের সঙ্গী...