১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ এএম রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ার একটি ড্রোন প্রবেশ করায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটেছে, যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর সময় সীমান্ত পেরিয়ে ড্রোনটি রোমানিয়ার আকাশে প্রবেশ করে। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে দেশটি যুদ্ধবিমান উড়িয়ে ড্রোনটি ধাওয়া করেছে। রোমানিয়ার দুটি এফ–১৬ এবং দুটি জার্মান ইউরোফাইটার যুদ্ধবিমান ড্রোনটি অনুসরণ করে। সর্বশেষ এটি চিলিয়া ভেচে গ্রামের কাছাকাছি দেখা গেছে। প্রতিরক্ষামন্ত্রী ইয়োনুত মোস্টেনেউ জানিয়েছেন, পাইলটরা ড্রোনটি ভূপাতিত করার কাছাকাছি গিয়েছিলেন, কিন্তু তা পুনরায় ইউক্রেন সীমান্তের দিকে চলে যায়। সীমান্ত এলাকায় সম্ভাব্য ধ্বংসাবশেষ খুঁজে বের করতে হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য রোমানিয়া হওয়ায় এটি ন্যাটোর আকাশসীমা লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। ইউক্রেনের...