প্রাথমিকভাবে সাড়ে পাঁচ লাখ টাকা আদায় করে তারা দেলোয়ার ও তার পরিবারকে বাকি টাকা দিতে ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন। অভিযোগের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানায় মামলা হলে বৃহস্পতিবার মধ্যরাতে প্রথমে বিমানবন্দর থেকে নোমানকে ও পরে জসীমউদ্দীন এলাকা থেকে ফারিয়া ও তানজিলকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪ লাখ ৩০ হাজার টাকা। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অতীতেও একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বিশেষ করে নোমান রেজার বিরুদ্ধে রয়েছে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্যসচিব হিসেবে পরিচিত ছিলেন। ভুক্তভোগীদের অভিযোগ, এই চক্রটি ‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে দুই থেকে ১০ লাখ টাকা পর্যন্ত চাঁদাবাজি করত। এর আগেও ফারিয়া...