এশিয়া কাপে বাংলাদেশের মূল পরীক্ষাটা শুরু হয়েছে গতকাল (শনিবার)। হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি শ্রীলঙ্কার সামনে দাঁড়াতেই পারেনি। মাত্র ১৩৯ রানের পুঁজি নিয়ে ৬ উইকেটের বড় হার দেখেছে লিটন দাসের দল। এই ম্যাচটি আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে বসে দেখেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে মাঠ ছাড়ার সময় তিনি বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী ক্রীড়া উপদেষ্টা, ‘হতাশার কিছু নেই। আমি মনে করি আশাবাদী থাকা উচিত। আমাদের আরও একটি ম্যাচ বাকি আছে। যদিও আজকের খেলা আরও ভালো হতে পারত। আমাদের দলের শুরু থেকেই ধারাবাহিকতা নিয়ে একটা সমস্যা আছে। আশা করি পরের ম্যাচে আমাদের ছেলেরা ভালো খেলবে।’ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগমুহূর্তে গতকাল বাংলাদেশ দলের সকল সদস্যের সঙ্গে...