হামাসের কাছে এখনও বন্দি থাকা ইসরায়েলি বন্দিদের পরিবারগুলো অভিযোগ করেছে, বন্দিদের মুক্তির ক্ষেত্রে একমাত্র বাধা দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেটানিয়াহু-ই। ইসরায়েলি বন্দিদের জন্য গঠিত একটিএকটি ফোরাম সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ‘ইসরায়েলের গত সপ্তাহের কাতার আক্রমণ দেখায় যে প্রতিবার শান্তি চুক্তি আসার পথে, নেটানিয়াহু তা ধ্বংস করে দেন।’ গত সপ্তাহে, ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাসের সিনিয়র নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়, যার ফলে হামাসের পাঁচ সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) নেতানিয়াহু বলেছেন, কাতারে হামাস নেতাদের ধ্বংস করলে ‘বন্দিদের মুক্তি এবং যুদ্ধে সমাপ্তি আনার প্রধান বাধা দূর হবে।’ এমন পরিস্থিতির মধ্যে মার্কো রুবিও শনিবার (১৩ সেপ্টেম্বর) ইসরায়েল সফর করেছেন এবং নেতানিয়াহুর সঙ্গে দেখা করার কথা রয়েছে, যেখানে ইসরায়েলের কাতার আক্রমণের কারণে বিশ্বব্যাপী নিন্দার মুখে পড়েছে। তবে বন্দিদের...