বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহালের দাবিতে আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে তারা খুলনা-বাগেরহাট মহাসড়কের পাশে অবস্থিত আদালত গেটে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করছেন। বিক্ষোভ চললেও মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।আরো পড়ুন:ফরিদপুরে মহাসড়ক ও রেলপথ অবরোধ, ভোগান্তি চরমেটাঙ্গাইলে পল্লী বিদ্যুতের ২৭৩ জন গণছুটিতে সম্মিলিত কমিটির নেতা এম এ সালাম বলেন, “বাগেরহাট জেলার জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থা বিবেচনায় চারটি আসন বহাল রাখা যৌক্তিক। নির্বাচন কমিশন একটি আসন কমিয়ে জেলার মানুষের প্রতি অবিচার করেছে। এ অবিচার রোধে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।” গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় চার দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সদস্য সচিব শেখ মো. ইউনুস। নতুন কর্মসূচি অনুযায়ী, আজ রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা...