নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এবারের নির্বাচনে এজিএস (নারী) পদে জয় পেয়েছেন আয়েশা সিদ্দীকা মেঘলা। তিনি ইসলামী ছাত্রশিবির–সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী ছিলেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। মেঘলার নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই সিনেট ভবনজুড়ে ‘হিজাব’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। চূড়ান্ত ফলাফলে দেখা যায়, মেঘলা পেয়েছেন মোট ৩,৪০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, শিক্ষার্থী ঐক্য ফোরামের প্রার্থী মালিহা নামলাহ পেয়েছেন ১,৮৩৬ ভোট, এবং ছাত্রদল-সমর্থিত আঞ্জুমান আরা ইকরা পেয়েছেন ৭৬৪ ভোট। এই ব্যবধান স্পষ্ট করে দেয় যে শিক্ষার্থীরা মেঘলার নেতৃত্বের প্রতি যথেষ্ট আস্থা রেখেছেন। ঢাকার মিরপুরের স্থায়ী বাসিন্দা আয়েশা সিদ্দীকা মেঘলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী (ব্যাচ-৪৮)। তিনি ফজিলতুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থী।...