দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা মনে করে, ‘কিম জু এ’ নাকি কিম জং উনের উত্তরসূরী। যদিও কিম জং উনের পরিবার চায় না যে তাদের সম্পর্কে বিশ্বের মানুষ কিছু জানুক। তাই তাদের সম্পর্কে আসলে কোনো তথ্যই নিশ্চিতভাবে জানা যায় না। ধারণা করা হয় কিম জং উন আর তার স্ত্রী স্ত্রী রি সোল জুয়ের তিন সন্তান রয়েছে। তাদের মধ্যে কিম জু এ দ্বিতীয়। তবে কিম জু এ সত্যিই দ্বিতীয় কিনা তা নিয়ে কেউই নিশ্চিত নন। এমন কি কিম জং উনের আসলে তিন সন্তান আছে কিনা সে বিষয়ে কোনো সুনিশ্চিত তথ্য বিশ্ব মিডিয়ার কাছে নেই। কিম জং উন এখন পর্যন্ত কিম জু একেই জনসম্মুখে এনেছেন। তার অন্য কোনো সন্তানকে মিডিয়া বা জনসম্মুখে দেখা যায়নি। কিমের এই মেয়ের কথা প্রথম জানা যায় ২০১৩ সালে। উত্তর...