১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ এএম ডাকসু ও জাকসু নির্বাচনে জয়ী হয়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুই শিক্ষার্থী । এ নিয়ে গোদাগাড়ীতে বইছে আনন্দের বন্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) হল সংসদে মহসিন হল থেকে সাধারণ সম্পাদক নির্বাচনে জয়ী হয়েছেন, জামায়াত নেতা, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান এর ছেলে মুশফিকুজ্জামান এবারের নির্বাচনে অন্যতম চমক হয়ে উঠেছেন । অন্যদিকে জাকসু নির্বাচনে সমাজসেবা মানবসম্পাদক উন্নয়ন বিষয়ক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন গোদাগাড়ী পৌর এলাকার ছেলে আহসান লাবিব গ্রাম থেকে উঠে আসা দুই জন মেধাবী ও সক্রিয় তরুণ নিজেদের যোগ্যতায় জয় পেয়েছেন। অন্যদিকে উপজেলার শিক্ষার্থীরা জয়ী হয়ে শুধু পরিবার ও গ্রাম নয়, পুরো জেলার মানুষকে গর্বিত করেছেন। তাদের জয়কে স্বাগত জানিয়ে গ্রামের মানুষজন আনন্দ প্রকাশ করেছেন। কেউ...