রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সনাতনি পদ্ধতিতে ভোট গণনা, প্রার্থীদের নির্বাচনি খরচ নির্দিষ্টকরণসহ ১২ দফা প্রস্তাবনা দিয়েছে ‘ছাত্রদল’ সমর্থিত প্যানেল ও ছাত্র অধিকার ও ফেডারেশন সমর্থিত প্যানেল ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা জানান তারা।সংবাদ সম্মেলনে তাদের ১২ দফা প্রস্তাবনা উপস্থাপন করেন ছাত্র অধিকার পরিষদ, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও রাকসু ফর রেডিক্যাল চেঞ্জের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মেহেদি হাসান মারুফ।তাদের দাবি গুলো হলো- ‘ভোটারদের আঙ্গুলে উচ্চমানসম্পন্ন অমোচনীয় কালির ব্যবস্থা’, ‘এক দিনের মধ্যে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ’, ‘প্রার্থীদের নির্বাচনী খরচ নির্দিষ্ট’, ‘সকল প্যানেল বা প্রার্থীর পোস্টারের সংখ্যা নির্দিষ্ট’, ‘নির্বাচনি ব্যালট ছাপানো, বাঁধানো, নাম্বারিং করা পর্যন্ত এজেন্টের উপস্থিতি নিশ্চিতকরণ’, ‘পর্যাপ্ত সংখ্যক বুথের ব্যবস্থা’, ‘ভোটের সময় ডিজিটাল বোর্ডে...