১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ এএম ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের পশ্চিম পাড়ায় শতবর্ষী একটি রাস্তায় বাঁশের বেড়া ও তার টেনে অবরোধ করে দিয়েছেন স্থানীয় প্রভাবশালী মোশারফ হোসেন। ফলে গত তিনদিন ধরে ওই রাস্তায় যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অন্তত সাতটি পরিবার। ভুক্তভোগীরা জানান, ওই রাস্তা দিয়ে প্রতিদিন তারা হাটে-বাজার, বিদ্যালয় ও বিভিন্ন কাজে যাতায়াত করতেন। হঠাৎ তিন দিন আগে মোশারফ হোসেন রাস্তাটি ঘিরে দেওয়ায় তারা কার্যত ঘরবন্দী হয়ে পড়েছেন। ভুক্তভোগী বাসিন্দা মিজানুর রহমান বলেন, আমরা প্রজন্মের পর প্রজন্ম এই রাস্তা ব্যবহার করছি। হঠাৎ করে এভাবে রাস্তায় বেড়া দিয়ে দেওয়ায় আমরা কেউ বাইরে যেতে পারছি না। অসুস্থ রোগী হলে কীভাবে হাসপাতালে নেব সেটাই ভাবতে পারছি না। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোশারফ হোসেন...