সঙ্গে সঙ্গে প্রাইভেট কারটি থেমে যায়। এ সময় চালকের পাশের সিটে বসা ব্যক্তি চালকের আসনে গিয়ে গাড়ি ব্যাক গিয়ারে দিয়ে ফের দুইবার চাপা দেয় পড়ে থাকা নারীকে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে থানা-পুলিশ প্রাথমিক তদন্ত করলেও প্রাইভেট কারটি শনাক্ত করতে পারেনি। এ বিষয়ে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...