সংবিধান সংশোধনে গণভোট চায় দেশের ৮১ শতাংশ মানুষ। ৮৩ শতাংশ মনে করে, প্রস্তাবিত জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি থাকা উচিত। রাজনৈতিক দলগুলোতে ‘এক ব্যক্তি এক পদ’ সমর্থন করেন ৮৯ দশমিক ৫ শতাংশ মানুষ। ‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ জনমানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বাংলাদেশ এন্টারপ্রাইজিং ইনস্টিটিউট (বিইআই) গবেষণাটি পরিচালনা করেছে। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে ‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ: জনমানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক এক গোল টেবিল আলোচনায় এই গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়।বিইআই সভাপতি সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাবলি কোনো আন্দোলন ছিল না, এটি ছিল একটি অভ্যুত্থান বা বিপ্লব। বিপ্লব-পরবর্তী সময়ে নতুন প্রজন্ম বাংলাদেশকে ভিন্নভাবে দেখতে চাইছে। বিদ্যমান রাষ্ট্র কাঠামোর ওপর তাদের কোনো...