তার ফাঁসির দাবিতে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন জেলাবাসী। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে, অত্যাচারী ও দুর্নীতিবাজ সাবেক এই পুলিশ কর্মকর্তার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। মেহেরপুরের এসপি হিসেবে যোগদানের পর থেকেই বিএনপি এবং জামায়াত নেতাকর্মীদের ওপর অত্যাচারের স্টিমরোলার চালাতে শুরু করেন এ কে এম নাহিদুল ইসলাম। শুরু করেন গ্রেপ্তার বাণিজ্য। বিএনপি-জামায়াতের নেতাকর্মীদেরকে ক্রসফায়ারের নামে পরিকল্পিত হত্যা, সাজানো মামলা থেকে জামিনে মুক্তির পর আবারও জেল গেট থেকে গ্রেপ্তার ও নির্যাতনের ভয়াবহ পরিবেশ সৃষ্টি করেছিলেন তিনি। তার হাত থেকে শুধু বিরোধী রাজনৈতিক নেতাকর্মীই নন, দলগুলোর গ্রামের সাধারণ সমর্থক পর্যন্ত ছাড় পাননি। তার এই অনৈতিক ও অমানবিক কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন গাংনী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার, মুজিবনগর থানার ওসি রবিউল ইসলাম, ডিবির ওসি জুলফিকার আলীসহ মেহেরপুর পুলিশের...