চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকার চেয়ে নতুন করে আরও এক হাজার ৭৬৮ জন শিক্ষার্থীকে যুক্ত করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত চূড়ান্ত তালিকায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৩৮ জন। তবে হলভিত্তিক ভোটারের সংখ্যা এখনো জানা যায়নি। এর আগে, ১ সেপ্টেম্বর প্রকাশিত খসড়া তালিকায় ভোটারের সংখ্যা ছিল ২৫ হাজার ৮৬৬ জন। তফসিল অনুযায়ী, রোববার থেকেই মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ও ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।...