সেঞ্চুরি ছুঁতে প্রয়োজন ছিল ছয় রানের। ছক্কার চেষ্টাই করলেন উইল স্মিড। অফ স্টাম্পের বেশ বাইরে বল পেয়ে উড়িয়ে মারলেন সজোরে। কিন্তু ধরা পড়লেন একদম সীমানায়। সেঞ্চুরি হাতছাড়ার চেয়েও বড় ভাবনা তখন, দল জিততে পারবে তো! প্রয়োজন তখন ১.৫ ওভারে ১৮ রান। সেই ভার নিজের কাঁধেই তুলে নিলেন অধিনায়ক লুইস গ্রেগোরি। দুর্দান্ত ব্যাটিংয়ে পরের ৫ বলেই তিনি করে ফেললেন ১৮ রান। শিরোপার উল্লাসে মেতে সমারসেট। ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টের ফাইনালে দুর্দান্ত রান তাড়ায় হ্যাম্পশায়ারকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন সমারসেট। এজবাস্টনে শনিবার ফাইনালে হ্যাম্পশায়ারের ১৯৪ রান টপকে জিতে যায় সমারসেট। টি-টোয়েন্টি ব্লাস্টের ২৩ আসরে ফাইনালে সবচেয়ে বেশি রান তাড়ার কীর্তি এটিই। তিন বছরের মধ্যে সমারসেটের দ্বিতীয় শিরোপা এটি। তিনবার চ্যাম্পিয়ন হয়ে তারা স্পর্শ করল এই টুর্নামেন্টে লেস্টারশায়ার ও হ্যাম্পশায়ারের রেকর্ড। টি-টোয়েন্টি ব্লাস্টে দুটি...