আসছে শীতের মৌসুমে আগাম শীতকালীন সবজি চাষাবাদে জমি প্রস্তুত, বীজতলা তৈরি, বীজ বপন, চারা উৎপাদন, চারা রোপণ, চারা বিক্রি, মাচা তৈরি সহ হরেক রকমের কৃষি কাজে ব্যস্ত সময় পার করছেন বগুড়ার শাজাহানপুরের কৃষকেরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় খরিপ-১ ও খরিপ-২ মৌসুমে ৮০০ এক্টর জমিতে শীতকালীন সবজি চাষাবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৬০০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজির বীজ ও চারা রোপণ করা হয়েছে। এরমধ্যে ১৫০ হেক্টর জমিতে মরিচ, ১১০ হেক্টর জমিতে সীম, ১০০ হেক্টর জমিতে বেগুন, ১৪৬ হেক্টর জমিতে করলা, ৮০ হেক্টর জমিতে ফুল কপি চাষাবাদ সহ মোট ৫৮৬ হেক্টর লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এছাড়াও অন্যান্য সবজিগুলো ১ হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে উপজেলার ৩ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের...