পুঁজিবাজার থেকে বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রিন সুকুক বন্ড আল ইসতানিয়া ও আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ডের মাধ্যমে সংগৃহীত তহবিল অপব্যবহার হয়েছে কি-না, তা অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করার জন্য তিন সদস্যের পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত তদন্ত কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে কমিশন। সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে বিএসইসির ৯৬৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।আরো পড়ুন:টেকসই বন্ড ইস্যুর সংশোধনী প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্তএশিয়ান টাইগার গ্রোথ ফান্ডের অবলুপ্তি, অর্থ পরিশোধে নির্দেশ টেকসই বন্ড ইস্যুর সংশোধনী প্রস্তাব অনুমোদনের...