নিউ জিল্যান্ডের কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর গ্যারি স্টেড বলেছিলেন, কিছুদিন বিশ্রাম নিতে চান। তবে সেই বিরতি খুব দীর্ঘ হলো না তার। নতুন চ্যালেঞ্জ নিলেন তিনি দ্রুতই। ভারতের রাঞ্জি ট্রফির দল আন্ধ্রা প্রদেশের প্রধান কোচের দায়িত্ব নিলেন নিউ জিল্যান্ডের ইতিহাসের সফলতম কোচ। আপাতত ২০২৫-২৬ ঘরোয়া মৌসুমের জন্যই আন্ধ্রার সঙ্গে চুক্তি স্টেডের। দলটির সাবেক কোচ সাবেক ভারতীয় পেসার টিনু ইয়োহানান যোগ দিয়েছেন এমআরএফ পেস ফাউন্ডেশনে। গত এপ্রিলে নিউ জিল্যান্ডের সাদা বলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন স্টেড। মাস দুয়েক পর তিনি জানান, লাল বলের দলের কোচ হিসেবেও চুক্তি আর নবায়ন করবেন না। খেলোয়াগি জীবনে নিউ জিল্যান্ডের হয়ে পাঁচটি টেস্ট খেলা স্টেডের কোচিং ক্যারিয়ার সাফল্যে ভরা। তার কোচিংয়ে ২০০৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলে নিউ জিল্যান্ডের নারী...