কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলা এবং দখলকৃত পশ্চিম তীরে তাদের বসতি সম্প্রসারণ নিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের মধ্যে যে টানাপোড়েন ও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার মধ্যেই ইসরায়েল যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিও। রওনা দেওয়ার আগে রুবিও সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ট্রাম্প কাতারে ইসরায়েলের হামলায় অসন্তুষ্ট। যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হলেও ইসরায়েলিদের সঙ্গে আলোচনায় হামাসের হাতে থাকে জিম্মিদের ফেরাতে, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নির্মূল ও গাজা যুদ্ধ অবসানে ট্রাম্পের যে আকাঙ্ক্ষা তাতে এই হামলা কেমন প্রভাব ফেলবে তা নিয়ে তিনি ইসরায়েলিদের সঙ্গে আলোচনা করবেন, বলেছেন মার্কিন এ পররাষ্ট্রমন্ত্রী। “যা হয়ে গেছে, হয়ে গেছে। আমরা তাদের সঙ্গে বসবো, আমরা ভবিষ্যতে কী কী হতে পারে তা নিয়ে কথা বলবো। এখনো ৪৮ জিম্মি আছে, যত দ্রুত সম্ভব, তাদের সবাইকে একসঙ্গে...