জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জাকসু নির্বাচন নিয়ে নানা বিতর্ক ও সমালোচনা থাকলেও নির্বাচন গ্রহণযোগ্যতা হারায়নি বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি (জিএস) মাজহারুল ইসলাম। শনিবার সন্ধ্যায় সিনেট হলে দুই দিন পর ঘোষিত ফলাফলের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমরা মনে করছি না যে এই নির্বাচন গ্রহণযোগ্যতা হারিয়েছে। প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী তাদের ভোট দিয়েছেন, যা শিক্ষার্থীদের আস্থার প্রমাণ।” উল্লেখ্য, ভোটগ্রহণে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগে বেশ কিছু প্যানেল নির্বাচন বর্জন করে। দীর্ঘ সময় ভোটগণনার প্রক্রিয়ায় দায়িত্ব পালনরত এক শিক্ষকের মৃত্যুসহ নানা ঘটনায় নির্বাচনটি ঘিরে বিতর্ক সৃষ্টি হয়। মূলত জামায়াত সংশ্লিষ্ট এক প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন কেনার অভিযোগ উঠলে নির্বাচন কমিশন হাতে গণনার সিদ্ধান্ত নেয়। এতে ফল প্রকাশে দুই দিন সময় লাগে। মাজহারুল বলেন,...