নেপালের প্রধান রাজনৈতিক দলগুলো সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ও দুর্নীতিবিরোধী বিক্ষোভের পর ভেঙে দেওয়া সংসদ পুনর্বহালের দাবি জানিয়েছে। শনিবার আটটি দল এক যৌথ বিবৃতিতে প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেলের সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে অভিহিত করে সংসদ ফিরিয়ে আনার আহ্বান জানায়। বিবৃতিতে নেপালি কংগ্রেস, সিপিএন-ইউএমএল এবং মাওবাদী কেন্দ্রসহ দলগুলো উল্লেখ করেছে, নবনিযুক্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়া হলেও তা নেপালের সাংবিধানিক ধারার পরিপন্থী। রোববার ১৪ সেপ্টেম্বর বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জেড-জি নামে তরুণদের প্রতিবাদ আন্দোলনের অন্যতম দাবি ছিল সংসদ ভেঙে দেওয়া। তবে দলগুলো মনে করছে, নির্বাচিত প্রতিষ্ঠানের মাধ্যমেই আগামী ৫ মার্চ নির্ধারিত নতুন নির্বাচনের মতো বিষয়গুলো সমাধান হওয়া উচিত। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরকারের নিষেধাজ্ঞার পর উত্তাল হয়ে ওঠে দেশ। গণবিক্ষোভে দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান অন্তত...