নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। সভায় ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদসহ পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভিপি সাদিক কায়েম। এ সময় তিনি বলেন,“ডাকসুতে আমরা কেউ এককভাবে জয়ী হইনি। ডাকসু হয়েছে মানেই আমরা সবাই জিতেছি, পুরো জুলাই জিতেছে।” তিনি আরও বলেন,“নির্বাচনের আগে যেমন ডোর টু ডোর গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, এখনো সেই ধারাবাহিকতা বজায় রাখবো। আমরা নিয়মিত শিক্ষার্থীদের কাছে যাব, তাদের কথা শুনবো।” এ সময় ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেন,“যে...