ভুক্তভোগীর ভাই মজনু মিয়া বলেন, আমার বড় ভাই ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়ে এ খামার করেছে, এখনো দেনা শোধ করতে পারেনি। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই।নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুতুল রানী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমরা খামারিকে ঘুরে দাঁড়ানোর জন্য সব সহযোগিতা করব।নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শুভজিৎ পাল বলেন, বিষ প্রয়োগে হাঁস মারা যাওয়ার বিষয়ে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত সব সহযোগিতা দেওয়া হবে।নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ নেওয়া হয়েছে, তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুতুল রানী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক।...