বিরল এক ঘটনায় এক সমর্থককে নিষিদ্ধ করেছে ব্রাজিলের ক্লাব আতলেতিকো পিআর। তার বিরুদ্ধে ম্যাচ বল চুরির অভিযোগে উঠেছে! দেশটির সাংবাদিক জুলিয়ানো লরেঞ্জ অস্কারের দেওয়া তথ্য অনুযায়ী, ৮ সেপ্টেম্বর সেরি বি’র ২০তম রাউন্ডে পায়সান্দুর বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচ শেষে ওই সমর্থক স্টেডিয়াম থেকে বল নিয়ে চলে যান। ক্লাব কর্তৃপক্ষ স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই সমর্থককে শনাক্ত করে। পরে ক্লাবটি জানায়, আপাতত তাকে ‘প্রাথমিকভাবে’ নিষিদ্ধ করা হয়েছে এবং বল ফেরত দিলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তবে বল ফেরত না দিলে তাকে ছয় মাসের জন্য আতলেতিকো-পিআরের ঘরের মাঠ এরিনা দা বাইষাদায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে।...