এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসেই ধাক্কা খেলো বাংলাদেশ। ব্যাটে-বলে ব্যর্থতার প্রমাণ দিয়ে পরাজয় বরণ করেছে টাইগাররা। আর এতেই কঠিন হয়ে পড়েছে টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী রাউন্ডে খেলার আশা। তবে এত কিছু না ভেবে পরাজয়ের কথা ভুলে আগে আফগানদের হারানোর পরামর্শ দিলেন হার্শা ভোগলে। গতকাল ম্যাচ শেষে ক্রিকবাজের বিশ্লেষণে হার্শা বলেন, ‘বাংলাদেশের এই হার এমন দলের বিপক্ষে যাদের তারা আগে হারিয়েছে। কিন্তু এবার মনে হয়েছে ওরা লড়াইয়ের মাঝেই নেই। আফগানিস্তানের বিপক্ষে বিগ গেমে ওদের একেবারেই ঘুরে দাঁড়াতে হবে।’ তবে ঘুরে দাঁড়ানোর জন্য বাংলাদেশ যেন শ্রীলঙ্কা ম্যাচে হারের গ্লানি ভুলে যায়, সেই পরামর্শ দিয়েছেন এই ভারতীয় ক্রিকেট বিশ্লেষক। তবে গতকালের ম্যাচে তার আশা পূরণ না হওয়ার কথাও জানান, ‘টি-টোয়েন্টির মজাটাই এখানে যে যেকোনো কিছু হতে পারে। আমি এবং দীনেশ কার্তিক দুজনই ভেবেছিলাম...