নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “যদি অন্তর্বর্তী সরকার একটি প্রহসনের নির্বাচন দিয়ে দেশ থেকে পালাতে চায়, তাহলে ছাত্র-জনতা তা কোনোভাবেই ক্ষমা করবে না।” শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে আয়োজিত ‘উঠানে রাজনীতি’ শীর্ষক এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন,“আমরা শুনতে পাচ্ছি, অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা বিদেশে ভিসা এবং ম্যানপাওয়ার লাইসেন্স বণ্টনের মতো দুর্নীতিতে জড়িত। তারা নিজেদের স্বার্থ রক্ষায় দেশের সঙ্গে প্রতারণা করছে। আমরা বিশ্বাস করতে চাই না, কিন্তু বাস্তবতা অন্য কথা বলছে।” তিনি অভিযোগ করেন, এসব উপদেষ্টা ভাগবাটোয়ারা করে বিদেশে লোক পাঠানোর লাইসেন্স দিচ্ছেন, অথচ তাদের আনার মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্র সংস্কারে সহযোগিতা করা। বক্তব্যে তিনি ছাত্রনেতা আবু সাঈদের গুলি করে হত্যার প্রসঙ্গ টেনে উপদেষ্টাদের...